Dinajpur Today

Dinajpur, Dinajpur, 5200 ,Bangladesh
Dinajpur Today Dinajpur Today is one of the popular City located in Dinajpur ,Dinajpur listed under Media/news/publishing in Dinajpur , Public Places & Attractions in Dinajpur ,

Contact Details & Working Hours

More about Dinajpur Today

সাহিত্য সংস্কৃতি আর প্রাচীন ইতিহাস সমৃদ্ধ স্থাপত্যশৈলীর কেন্দভূমি উত্তরাঞ্চলের সিমান্তবর্তী শহর আমাদের দিনাজপুর।

দিনাজপুর জেলা গঠনের ইতিহাসঃ
১৭৬৫ সালে দেওয়ানি গ্রহণের ফলে দিনাজপুর জেলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণভুক্ত হয়। সেই সময় লক্ষনৌতী, বাজিন্নাতাবাদ, তেজপুর, পানজারা, ঘোড়াঘাট, বারবকাবাদ ও বাজুহা, এই ছয়টি সরকারের অংশ নিয়ে দিনাজপুর জেলা গঠিত হয়। ১৭৮৬ সালে দিনাজপুর জেলা হিসেবে ঘোষিত হয়। দিনাজপুর সদরে জেলা সদর গঠিত হয়। দিনাজপুর একসময়ে একটি নামকরা জনপদ পুন্দ্রবর্ধনের অংশ ছিল। লাখনাউটির রাজধানি দেভকটের অবস্থান ছিল এর ১১ মাইল দক্ষিণে। ততকালীন ইংরেজ শাসকদের “The British Administrative Control” এখানে ১৭৮৬ সনে গঠিত হয়। ১৯৪৭ সালে বঙ্গভঙ্গের সময়ে দিনাজপুরের একটি বড় অংশ পশ্চিমবঙ্গে চলে যায় এবং তার নাম হয় পশ্চিম দিনাজপুর জেলা। এ জেলার জনগনেরা তেভাগা আন্দোলনে অংশগ্রহন করে এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।

Map of Dinajpur Today