Jhaudia Bazar Secondary School

Jhaudia Bazar, Kushtia, 7002 ,Bangladesh
Jhaudia Bazar Secondary School Jhaudia Bazar Secondary School is one of the popular High School located in Jhaudia Bazar ,Kushtia listed under School in Kushtia , High School in Kushtia ,

Contact Details & Working Hours

More about Jhaudia Bazar Secondary School

বিদ্যালয় পরিচিতি

ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়, গ্রাম: ঝাউদিয়া, পো: ঝাউদিয়া মাজপাড়া, উপজেলা: কুষ্টিয়া সদর, জেলা: কুষ্টিয়া। স্থাপিত: ১৯৩০ খ্রি:। শুরুতে বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন জনাব মো: আব্দুল হামিদ্‌ এবং প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ছিলেন বরেণ্য ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী জনাব মো: হাসান আলী চৌধুরী। বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্নে যারা শ্রম ও অর্থ দিয়ে সহযোগীতা করেছিলেন তাদের অনেকেই এই পৃথিবী ছেড়ে না ফেরার পথে পাড়ি দিয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো- জনাব মো: ইয়ামিন আলী বিশ্বাস, জনাব মো: বিরাজ আলী মন্ডল, জনাব মো: বাদল মালিথা, জনাব মো: রব্বান আলী বিশ্বাস, বাবু যতিশ চন্দ্র দে প্রমূখ। সূচনা কালে বিদ্যালয়টির ভৌত অবকাঠামো ছিল স্বল্প পরিসর এবং শিক্ষার্থীর সংখ্যা ছিল নগন্য। অথচ সেই ক্ষুদ্র প্রতিষ্ঠানটিই হাটি হাটি পা পা করে এক স্বনামধন্য প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি লাভ করেছে। বিদ্যালয়টি ১৯৭১ সালে নিম্ন মাধ্যমিক পর্যায় থেকে মাধ্যমিক পর্যায়ে উন্নতি লাভ করে। মাধ্যমিক পর্যায়ে প্রধান শিক্ষক ছিলেন বাবু সুশান্ত কুমার পাল। তিনি ছিলেন একজন প্রতিথযশা এবং স্বনামধন্য শিক্ষক। তার আন্তরিক পাঠদান গ্রহন করে তার ছাত্ররা দেশের সরকারী এবং বেসরকারী কর্মক্ষেত্রে উচ্চ পদে আসিন হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিকে ত্বরান্বিত করেছে। বিদ্যালয়ে বর্তমান মোট শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ছ্য় শত জন। মোট সেকশন ১৬ টি। বিদ্যালয়টিতে আধুনিক শিক্ষা ব্যবস্থার সকল দিকই বিদ্যমান রয়েছে।
বিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা শাখা, বিজ্ঞান শাখা এবং মানবিক শাখা বিদ্যমান রয়েছে। ভিশন ২০২১ পরিপূর্ণ করার জন্য সরকারের গৃহীত পদক্ষেপ সমূহের মধ্যে রয়েছে বাংলাদেশকে ডিজিটালাইজড করা। সেই লক্ষ্যকে সামনে রেখে বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক স্যার উত্তম কুমার বিশ্বাস ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা দানের জন্য শিক্ষকদেরকে অনুপ্রানীত করেন। ডিজিটাল শিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষার্থীরা যাতে দক্ষ ও কর্মোঠ মানব সম্পদে পরিনত হয়ে দেশ সেবায় আত্বনিয়োগ করতে পারে এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনতে পারে। বিদ্যালয়ে মোট শিক্ষকের সংখ্যা ২৩ জন। প্রধান শিক্ষক স্যারের তত্বাবধানে সকল শিক্ষক কর্মচারী বৃন্দ একটি টিম ওয়ার্কের মাধ্যমে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নিয়োজিত রয়েছেন।

Map of Jhaudia Bazar Secondary School