Kabirhat

17km (Maijdee Court to Sonapur 4 km and Sonapur to Kabirhat 13 km e.g. 17 km) eastern side of Noakhali town center (Maijdee Court), Noakhali, 3807 ,Bangladesh
Kabirhat Kabirhat is one of the popular Public Square / Plaza located in 17km (Maijdee Court to Sonapur 4 km and Sonapur to Kabirhat 13 km e.g. 17 km) eastern side of Noakhali town center (Maijdee Court) ,Noakhali listed under Public places in Noakhali , Public Square in Noakhali , Historical Place in Noakhali , Highway in Noakhali ,

Contact Details & Working Hours

More about Kabirhat

কবিরহাট উপজেলা বাংলাদেশের নোয়াখালী জেলা র অন্তর্গত একটি উপজেলা , এটি ২০০৬ সালে গঠিত
হয়েছে। নোয়াখালী সদর উপজেলা ভেঙ্গে কবিরহাট
উপজেলা ও সুবর্ণচর উপজেলা গঠিত হয়েছে।

অবস্থান
জেলার নতুন এ উপজেলাটির দক্ষিণে সুবর্ণচর উপজেলা, উত্তর-পূর্বে কোম্পানীগঞ্জ উপজেলা,
পশ্চিমে সদর উপজেলা এবং উত্তর উত্তর-পশ্চিমে বেগমগঞ্জ উপজেলা। রাজনৈতিক এবং অর্থনৈতিক বিচারে কবিরহাট উপজেলা নোয়াখালীর জন্য বিশেষ
গুরুত্ব বহন করে।

প্রশাসনিক এলাকা
কবির হাট উপজেলায় অন্তর্ভুক্ত রয়েছে কবির হাট পৌরসভা ও ৭ টি ইউনিয়নঃ ১. ঘোষবাগ ইউনিয়ন ২.
চাপরাশীর হাট ইউনিয়ন ৩.বাটইয়া ইউনিয়ন ৪. সোন্দলপুর ইউনিয়ন ৫.নরউত্তমপুর ৬.ধানশালিক
ইউনিয়ন ৭.ধানসিঁড়ি ইউনিয়ন

ইতিহাস
নোয়াখালীর সদর উপজেলা তথা সুধারাম
থানা থেকে পৃথক হয়ে ২০০৬ সালে উপজেলাটি গঠিত হয় । পূর্বে এই এলাকা সদর পূর্বাঞ্চল হিসেবে পরিচিত ছিল । বর্তমান কবিরহাট উপজেলার বেশির ভাগ এলাকা পঞ্চাশের দশকে অবিভক্ত ঘোষবাগ ইউনিয়নের অন্তর্গত ছিল । ওই দশকের শেষের দিকে চাপরাশীর হাট ইউনিয়ন গঠিত হয় । সাম্প্রতিক কালে ঘোষবাগ ইউনিয়নের অংশবিশেষ নিয়ে কবিরহাট পৌরসভা এবং চাপরাশীর হাট ইউনিয়নকে বিভক্ত করে ধানশালিক ইউনিয়ন গঠিত হয় । বাংলার প্রথম
স্বাধীন সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ এই অঞ্চলে জন্ম নেন বলে ধারণা করা হয়।

উপজেলা সদর
"কবিরহাট পৌরসভার ২ নং ওয়ার্ড (সাবেক ঘোষবাগ ইউনিয়নের) প্রখ্যাত বাসিন্দা জনাব কবির পাটোয়ারী ছিলেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী। তিনি তার বসত বাড়ীর আঙ্গিনার কাছে ১২৫ বছর পুর্বে একটি দোকান স্থাপন করেন। কালক্রমে এলাকার মানুষের
চাহিদা মেটাতে তিনি তার দোকানটি আরো উত্তর
দিকে স্থানান্তর করেন। কালের বিবর্তনে সেখানে গড়ে উঠে একটি হাট। সপ্তাহের প্রতি রবি ও বৃহস্পতি
বারে এলাকার মানুষ সেখানে তাদের নিত্য প্রয়োজনীয় সওদাপাতির জন্য আসা শুরু করে ।
এভাবে যে হাট গড়ে সেটাই পরিচিতি লাভ করে কবিরহাট নামে।"

শিক্ষা
উপজেলার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে কবির হাট সরকারী কলেজ, চাপরাশীর হাট ইসমাঈল কলেজ, কবির হাট উচ্চ বিদ্যালয়, চাপরাশীর হাট উচ্চ বিদ্যালয়, বানদত্ত উচ্চ বিদ্যালয়, অশ্বদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, কবিরহাট আলিম মাদ্রাসা, চাপরাশীর হাট এ রব সিনিয়র মাদ্রাসা, ওটার হাট উচ্চ বিদ্যালয়, জনতা বাজার উচ্চ বিদ্যালয় প্রভৃতি । এছাড়া প্রতি গ্রামেই এক বা একাধিক প্রাথমিক বিদ্যালয় রয়েছে ।

কৃতি ব্যক্তিত্ব
মাওলানা আবুল মোবারক মোহাম্মদ আনোয়ারুল্লাহ, (অধ্যক্ষ কবিরহাট আলিম মাদ্রাসা), চলচ্চিত্র অভিনেতা আজিম, কথাসাহিত্যিক আবদুস শাকুর ,কবি কাজী শফিউল্লাহ, আঞ্চলিক ভাষার গায়ক, আবুল হাশেম ওরফে হাশেম প্রফেসর, ফুটবলার রুম্মান বিন ওয়ালী সাব্বির।, গিয়াস উদ্দিন
আহমেদ, আয়কর উপদেষ্টা,

Map of Kabirhat