Kafejan Nesa & Hazi Niamot Ullah High School

Bheramara,7040,Bheramara,Dhaka,Banglaesh, Bheramara, 704 ,Bangladesh
Kafejan Nesa & Hazi Niamot Ullah High School Kafejan Nesa & Hazi Niamot Ullah High School is one of the popular High School located in Bheramara,7040,Bheramara,Dhaka,Banglaesh ,Bheramara listed under School in Bheramara , High School in Bheramara ,

Contact Details & Working Hours

More about Kafejan Nesa & Hazi Niamot Ullah High School

মহান আল্লাহ তলার অশেষ কৃপায় ভেড়ামারা কৃতিসন্তান, বিশিষ্ট শিল্পপতি, আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন ব্যবসায়ী ও শিক্ষানুরাগী প্রকৌশলী এম আবু তাহের সাহেব এর আর্থিক সহযোগিতায় অত্র এলাকার জ্ঞানিগুণী ব্যক্তিবর্গের পরামর্শে বিশেষ করে মরহুম হাফেজ আব্দুর রশিদ সাহেব, প্রাক্তন চেয়ারম্যান বাহিরচর ইউপি, জনাব মোঃ জয়নাল আবেদীন (বর্তমানে আমেরিকান প্রবাসী), মাহাবুবুল আলম খান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তৌহিদুল ইসলাম ও সাদেক আলী মুন্সী এর প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় শিক্ষার আলো থেকে বঞ্চিত বাহিরচর ইউনিয়নের অন্তগর্ত মসলেমপুর গ্রামে শিক্ষার আলো বিকশিত করার লক্ষ্যে ৩/১২/১৯৯৯ ইং তারিখে সোনালী স্নিগ্ধ শুভ সকাল ১০.০০ ঘটিকায় মরহুম আলহাজ্ব আজিজুর রহমান বিশ্বাস, মরহুম হাফেজ আব্দুর রশিদ সাহেব সহ অত্র এলাকার বিশাল জনসমাবেশে প্রকৌশলী এম আবু তাহের সাহেব বিদ্যালয়টির ভিত্তি স্থাপন করেন। বিদ্যালয়ের সভাপতি বেগম লুৎফা তাহের এর সার্বক্ষনিক তদারকি ও সহযোগিতার কারণে বিদ্যালয়টি ০১/০১/২০০১ থেকে নিম্ন মাধ্যমিক পাঠদান অনুমতি ও পরবর্তী ০১/০১/২০০৩ থেকে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় স্বীকৃতি লাভ করে এবং ০১/০১/২০০৪ থেকে নিম্ন মাধ্যমিক পর্যায়ে এমপিও ভূক্ত হয়।

০১/০১/২০০৩ ও ০১/০১/২০০৪ নবম ও দশম শ্রেণী পাঠদান অনুমতি লাভ করে। ০১/০১/২০০৬ থেকে মাধ্যমিক পর্যায়ে স্বীকৃতি লাভ এবং ১৬/৬/২০১০ তারিখে মাধ্যমিক পর্যায়ে এমপিও ভূক্ত হয়। ০১/০১/২০০৮ তারিখে থেকে বিজ্ঞান ও কৃষি শাখা স্থায়ী ভাবে অনুমতি লাভ করে। ০১/০১/২০১১ এবং ০১/০১/২০১২ থেকে কম্পিউটার বিষয় স্থায়ী ভাবে খোলার সুপারিশ প্রদান করেন উপ পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চল, খুলনা। ক্রমবর্ধমান ভাবে বিদ্যালয়টি উত্তরোত্তর শ্রী বৃদ্ধি পাচ্ছে।

Map of Kafejan Nesa & Hazi Niamot Ullah High School

OTHER PLACES NEAR KAFEJAN NESA & HAZI NIAMOT ULLAH HIGH SCHOOL