Lalmonirhat Govt. High School

Lalmonirhat, 5500 ,Bangladesh
Lalmonirhat Govt. High School Lalmonirhat Govt. High School is one of the popular Public School located in ,Lalmonirhat listed under School in Lalmonirhat ,

Contact Details & Working Hours

More about Lalmonirhat Govt. High School

লালমনিরহাট এইচ.ই. স্কুল অবিভক্ত ভারত বর্ষের তথা উত্তর বঙ্গের ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। তৎকালীন লালমনিরহাট শহরে ব্যবসা বাণিজ্য চাকুরী প্রভৃতি ক্ষেত্রে স্থানীয় লোকজনের চেয়ে প্রভাবশালী মাড়য়ারী ও ইংরেজদের প্রভাব প্রতিপত্তি ছিল বেশি। তাই এর প্রতিষ্ঠালগ্নে ১৯১৯ সালে প্রথম নামকরণ করা হয়েছিল ‘গণেষ নারায়ণ করনেশন ইনস্টিটিউট’। সেই সময়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন নৃসিংহ প্রমাদ সিদ্ধার্থ। ১৯২২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদন প্রাপ্ত হয়ে এর পরবর্তী নামকরণ হয় লালমরিহাট এইচ.ই. স্কুল। ১৯২৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন সর্ব প্রথম ম্যাট্রিকুলেশন পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৯৬১ সালে বিদ্যালয়টি সরকারের পাইলট স্কিমের অন্তর্ভূক্ত হয়ে এর পরবর্তী নাম করণ হয় ‘লালমনিরহাট মডেল হাইস্কুল’। মডেল স্কুল হিসাবে দেশব্যাপী পরিচিতি লাভ করে এবং ১৯৮০ সালের পহেলা জানুয়ারি লালমনিরহাট মহকুমা গঠিত হলে মহকুমা সদরের শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে সরকারের দৃষ্টি আকর্ষণ করে। ১৯৮১ সালের ৪ এপ্রিল বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। বিদ্যালয়টি জাতীয়করণের পূর্বে প্রধান শিক্ষক শ্র্রীশ চন্দ্র সান্যাল ও প্রধান শিক্ষক মজিবুর রহমান খন্দকার বিদ্যালয়ের সুনাম রক্ষার্থে অক্লান্ত পরিশ্রম করে যান। ১৯৮১ সালে জাতীয়করণের সময় জাতীয় করণ সংক্রান্ত যাবতীয় কার্যাদি সুসম্পন্ন করেন প্রধান শিক্ষক সাহাব উদ-দীন।

Map of Lalmonirhat Govt. High School