Mohajonhat Fazlur Rahaman School & College

Mirsharai, 4326 ,Bangladesh
Mohajonhat Fazlur Rahaman School & College Mohajonhat Fazlur Rahaman School & College is one of the popular High School located in ,Mirsharai listed under Education in Mirsharai , High School in Mirsharai ,

Contact Details & Working Hours

More about Mohajonhat Fazlur Rahaman School & College

চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার উত্তর-পশ্চিম প্রান্তে ৪নং ধুম ইউনিয়নের এক অনুপম নৈসর্গিক পরিবেশে ১৯৫৯ ইং সালে প্রতিষ্ঠিত হয়েছিল মহাজনহাট ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়। পরে ২০০৯ সালে কলেজে উন্নীত করে এ প্রতিষ্ঠানের নামকরণ করা হয় মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ।

এ প্রতিষ্ঠানের গোড়ার দিকে আরও অনেক কথা অব্যক্ত রয়েছে যা আমাদেরকে সুদূর অতীতকে স্মরণ করিয়ে দেয়। প্রতিষ্ঠানটির প্রথম সূত্রপাত হয় ১৯৩০ সালে মহাজন হাট বাজারের পশ্চিম পার্শ্বে অবস্থিত নন্দী বাড়ীর পুকুরের উত্তরপাড়ে একটি জীর্ণ টিনশেড ঘরের মাধ্যমে। ৪র্থ শ্রেণী দিয়ে এর যাত্রা শুরু হয়। প্রথম উদ্যোক্তা ছিলেন বাবু যতীন্দ নন্দী। পরে ১৯৪০ সালে একে হাইস্কুলে রূপান্তরিত করার প্রস্তাব গৃহীত হয় এবং বর্তমান স্থানে একে স্থানান্তরিত করা হয়। পর্যায়ক্রমে এতে ৬ষ্ঠ,৭ম ও ৮ম শ্রেণী চালু করা হয় এবং ১৯৫২-৫৩ সনে একে জুনিয়র হাইস্কুলে রূপান্তরিত করার প্রক্রিয়া শুরু করা হয়।

১৯৫৭-৫৮ সনের দিকে প্রতিষ্ঠানের তৎকালীন পরিচালনা কমিটির সাথে মীরসরাইয়ের জন নন্দিত রাজনৈতিক ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এবং প্রাক্তন মন্ত্রী মহোদয়ের মরহুম পিতা বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী জনাব এস, রহমান সম্পৃক্ত হন। এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেন বাবু ডাঃ চিত্ত হরন দত্ত। এরপর ১৫/০৬/৫৮ ইং তারিখে ম্যানেজিং কমিটির সভায় সর্বসম্মতিক্রমে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় Fazalur Rahaman Institute

২৮/০৬/১৯৫৮ ইং তারিখের দিকে তৎকালীন ঝ,উ,ও সাহেব স্কুল পরিদর্শন করেন এবং অনুকুল সুপারিশপত্র প্রদান করেন (Memo No. 5100/G Dated the 7th July 1959)

১৯৫৯ সনে জনাব এস রহমান সাহেব একে হাইস্কুলে উন্নীত করার আন্তরিক প্রচেষ্টা চালান। কিন্তু পার্শ্ববর্তী জোরারগঞ্জ হাইস্কুল থেকে এর দূরত্ব ২.৫ মাইলের কম দেখিয়ে হাইস্কুল করার বিষয়ে তীব্র বিরোধিতা করা হয়। এ সময়

জনাব এস রহমান মহোদয়ের এক শিক্ষাবিভাগীয় বন্ধুর পরামর্শে Fazalur RahamanHigh School এর পরিবর্তে Fazalur Rahaman Institute নামকরণ করে এতে উচ্চ বিদ্যালয়ের কার্যক্রম শুরু করা হয়। সাদারণ পাঠ্যসূচির সাথে সাথে এখানে তখন চালু করা হয়েছিল Black Smithy, Carpentry, Textile ইত্যাদি এবং ছাত্ররা ক্লাশের শেষে কাঠের কাজ,বেতের কাজ,কাপড় বুনার কাজ ইত্যাদি শিখত।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়ে যাবার পর সাময়িকভাবে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্তিমিত হয়ে পড়েছিল। কিন্তু, মরহুম এস রহমান সাহেবের সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের রাষ্ট্রীয় ক্ষমতা প্রাপ্তির পর থেকে প্রতিষ্ঠানটির অতি দ্রুত উন্নতি হতে থাকে। ২০০০ সনে বিদেশী,সরকারী,ব্যক্তিগত ও পারিবারিক অনুদানের মাধ্যমে একে একটি সুদৃশ্য ৪তলা ভবনে রূপান্তরিত করা হয়। ছাত্র হোস্টেল,বিজ্ঞানাগার,দ্বিতল বিশিষ্ট প্রাথমিক বিদ্যালয় ইত্যাদি সব করা হয় অতি দ্রুত গতিতে। বর্তমানে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে এস রহমান ট্রাস্ট বোর্ডের মাধ্যমে এবং উক্ত ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি মহোদয়।

২০০৯ ইং সনে হাইস্কুলের পঞ্চাশ বছর পূর্তি উৎসব মহাসমারোহে উদযাপন করা হয় এবং দেশের কয়েকজন মন্ত্রী মহোদয় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং এ অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়টিকে কলেজে উন্নীত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

২০০৯ সনের জুলাই থেকে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের পদযাত্রা শুরু হয়। উক্ত কলেজে বিজ্ঞান,মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখায় শিক্ষার্থী ভর্তি করা হয়। ২০১১ সালের প্রথম এইচএসসি পরীক্ষায় এ কলেজের পরীক্ষার্থীরা অসামান্য কৃতিত্ব প্রদর্শন করে। পাশের হার ৯৪%। এলাকার দরিদ্র জনগোষ্ঠির সন্তানদের উচ্চ শিক্ষার সুযোগ প্রদান করার এক অনন্য নজির স্থাপন করেন জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি মহোদয়।

সম্পূর্ণ বিনা বেতনে পড়ার সুযোগ পাচ্ছে এ প্রতিষ্ঠানের কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা। তাছাড়া বিনামূল্যে বই,শিক্ষার উপকরন ও বৃত্তি ইত্যাদির সুযোগ প্রদান করা হচ্ছে। কলেজটির প্রতিষ্ঠার শুরুতেই আধুনিক উন্নত মানের গ্রন্থাগার,কম্পিউটার ল্যাব,বৈজ্ঞানিক গবেষনাগার, ক্রীড়া সামগ্রী ইত্যাদির সর্ববিধ সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে। শ্রেণী কক্ষগুলো পর্যাপ্ত ও বেশ সুসজ্জিত। বর্তমানে সরকার প্রদত্ত একটি দ্বিতল শিক্ষা ভবনের কাজ চলছে। অচিরেই প্রতিষ্ঠানটি একটি স্বয়ং সম্পূর্ণ প্রতিষ্ঠানে রূপলাভ করবে। আধুনিক বিশ্বের সাথে সংগতি রেখে নতুন নতুন শিক্ষা কার্যক্রম গ্রহণ করার সুুদুর প্রসারী পরিকল্পনা এ প্রতিষ্ঠানের রয়েছে। এ ক্ষেত্রে সকল মহলের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য।

Map of Mohajonhat Fazlur Rahaman School & College