Nakalia Blood Bank

Nakalia,Bera, Raghunathpur-Pabna, 6681 ,Bangladesh
Nakalia Blood Bank Nakalia Blood Bank is one of the popular Nonprofit Organization located in Nakalia,Bera ,Raghunathpur-Pabna listed under Non-profit organization in Raghunathpur-Pabna ,

Contact Details & Working Hours

More about Nakalia Blood Bank

এটি একটি স্বেচ্ছায় রক্ত দান কেন্দ্র, বলতে পারেন ই-ব্লাড ব্যাংক।
এখানে প্রতিটি মেম্বার আপনার পাশে আছেন স্বেচ্ছায় সাহায্যের জন্য।

আমাদের উদ্দেশ্য ও লক্ষ্যঃ

মূল উদ্দেশ্য স্বেচ্ছায় রক্তদাতা এবং রক্তগ্রহীতার মধ্যে যোগাযোগ করিয়ে দেওয়া। আমরা নিজেরা কোন রক্ত সংগ্রহ করি না অথবা রক্ত দানের বিণিময়ে কোন প্রকার আর্থিক লেনদেন করি না।
"রক্তস্নাত এই বাংলার মাটিতে একটি মানুষও যেন রক্তের অভাবে মৃত্যুবরণ না করে"।

রক্তের প্রয়োজনে আপনাকে যা করতে হবেঃ

সব কিছুর একটি সুন্দর নিয়ম আছে। নিয়ম মাফিক যেকোনো কাজই সহজ হয়ে থাকে। রক্ত নিয়ে অনেক দুর্নীতি হয় বলে আমরা বিস্তারিত তথ্য ছাড়া পোস্ট করি না। তাই যেকোনো মুহূর্তে রক্ত দরকার পরলে অবশ্যই নিচের প্রতিটা বিষয় স্পষ্ট ভাবে লিখে পোস্ট করতে হবে।

1. রোগির নাম ও সমস্যা।
2. রক্তের গ্রুপ ও কত ব্যাগ লাগবে।
3. হাসপাতালের নাম ও ঠিকানা।
4. কেবিন/ওয়ার্ড নং।
5. রোগী ভর্তি না থাকলে তা উল্লেখ করবেন।
6. কোন সময়ের মধ্যে লাগবে।
7. রক্ত চেয়ে যিনি আবেদন করবেন তার সঠিক নাম, মোবাইল নাম্বার।
8. রক্তের ব্যবস্থা হলে অবশ্যই আমাদের জানাবেন।

স্বেচ্ছায় রক্ত দানে আপনাকে যা করতে হবেঃ

নিয়মিত আমাদের এই পেজের পোস্ট গুলো দেখে স্বেচ্ছায় এগিয়ে আসবেন। রক্তের গ্রুপ মিলে গেলে সরাসরি পোস্টে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং অবশ্যই রোগী দেখে রক্ত দান করবেন। আপনার স্বেচ্ছায় দান করা রক্ত যেন অসৎ ভাবে ব্যাবহার না হয়।

এছাড়াও আপনি পেজে যোগদান করার পর আপনার রক্তের গ্রুপ, নাম, ঠিকানা, মোবাইল, ইমেল পেজে পোস্ট করবেন। এ ক্ষেত্রে কারো প্রাইভেসি দরকার হলে পেজে না দিয়েও আমাদের যেকোনো অ্যাডমিনকে মেসেজ করতে পারেন। অথবা পেজে ইনবক্স করতে পারেন। আপনার দেয়া তথ্যের যথেষ্ট গোপনতা রক্ষা করা হবে এবং শুধু মাত্র জরুরী অবস্থায় আপনার সাথে যোগাযোগ করা হবে।

নীতিমালাঃ

১. উপরের বিস্তারিত তথ্য ছাড়া রক্তের প্রয়োজনে আপনার পোস্ট করা হবে না।
২. ভুল তথ্য দিয়ে পোস্ট করলে নোটিস ছাড়া ব্যান করা হবে।
৩. রাজনীতি, গালি কিংবা অগ্রহণযোগ্য কথা, কটাক্ষ/অপমান মূলক পোস্ট বা কমেন্ট করলে নোটিস ছাড়া ব্যান করা হবে।
৪. পেজ অ্যাডমিনদের সাথে ভালো ব্যাবহার করুন। না বুঝে অযথা তর্ক করবেন না।

কিছু কথাঃ

নিজে রক্ত দিতে না পারলে অনুগ্রহ করে পোস্ট গুলো শেয়ার করবেন। কারণ আপনার পক্ষে রক্ত দেওয়া সম্ভব না হলেও অন্য কেউ হয়তে পোস্টটি দেখে রক্ত দিতে এগিয়ে আসবে। এছাড়াও নিয়মিত পোস্টে লাইক/কমেন্ট/শেয়ার করে সঙ্গে থাকবেন। কারণ পোস্টগুলো আপনারা দেখতে না পেলে প্রয়োজনীয় রক্ত জোগাড় করা অসম্ভব হয়ে যাবে।

Map of Nakalia Blood Bank