Naniarchar,Rangamati Hill Tracts-নানিয়ার চর, রাঙ্গামাটি পার্বত্য জেলা

Naniarchar, Rangamati, 4500
Naniarchar,Rangamati Hill Tracts-নানিয়ার চর, রাঙ্গামাটি পার্বত্য জেলা Naniarchar,Rangamati Hill Tracts-নানিয়ার চর, রাঙ্গামাটি পার্বত্য জেলা is one of the popular Travel Service located in Naniarchar ,Rangamati listed under Tour Agency in Rangamati , Landmark & Historical Place in Rangamati ,

Contact Details & Working Hours

More about Naniarchar,Rangamati Hill Tracts-নানিয়ার চর, রাঙ্গামাটি পার্বত্য জেলা

রাঙ্গামাটি সদর থেকে উত্তরে অবস্থিত নানিয়ারচর এর দুরত্ব ৪৫ কিলোমিটার । এর আয়তন ৩৯৩.৬৮ বর্গকিলোমিটার বা ১৪৯ বর্গমাইল। নানিয়ারচর উপজেলার উত্তরে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা, দক্ষিণে রাঙ্গামাটি সদর উপজেলা, পূর্বে লংগদু উপজেলা ও বরকল উপজেলা, পশ্চিমে খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলা।

আয়তন অনুসারে নানিয়ারচর রাঙ্গামাটি উপজেলার ষষ্ঠ বৃহত্তম উপজেলা।কাপ্তাই হ্রদ বেষ্টিত ছোট বড় পাহাড় ঘেরা সবুজ বনানীর আচ্ছাদনে আবৃত এ নানিয়ারচর।
নামকরণ ও উৎসঃ উচ্চ ব্রক্ষ্মের রাজা অরম্নন যুগের পতনের পর আরাকানদের কর্তৃক নিপীড়িত ও অত্যাচারিত হয়ে চাকমারা ১৪১৮ খ্রীষ্টাব্দে তৈনছড়ি নদীকুলে মাত্র ১২ খানি গ্রামে বসতি স্থাপন করে। কিন্তু পরে ঔসব এলাকায় মগ ও পর্তুগীজদের দৌরাত্ন্য বৃদ্ধি পেয়ে ষোড়শ শতাব্দীতে তারা পার্বত্য চট্টগ্রামের গভীর অরণ্যে বসতি স্থাপন করে। কিংবদন্তি আছে যে, পার্বত্য চট্টগ্রামে বসতি স্থাপনকারী নান্যা নামের একব্যক্তি চেংগী নদী বিধৌত চরের সত্ত্বাধিকারী ছিলেন বিধায় তার নামে সাথে সমন্বয় রেখে নান্যাচর নামকরণ করা হয় যা বর্তমানে নানিয়ারচর নামে রুপান্তরিত হয়েছে। নানিয়ারচর কাপ্তাই হৃদ পরিবেষ্টিত বিভিন্ন উপজাতি অধ্যুষিত ১৯৭৯ সালে সৃষ্ট থানা যা ১লা আগষ্ট ১৯৮৩ ইং সনে উপজেলায় রুপান্তরিত হয়েছে।

Map of Naniarchar,Rangamati Hill Tracts-নানিয়ার চর, রাঙ্গামাটি পার্বত্য জেলা

OTHER PLACES NEAR NANIARCHAR,RANGAMATI HILL TRACTS-নানিয়ার চর, রাঙ্গামাটি পার্বত্য জেলা