Nabagram Secondary School-নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়

গ্রামঃ নবগ্রাম, ডাকঃ মাশালিয়া।, Magura, 7611 ,Bangladesh
Nabagram Secondary School-নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয় Nabagram Secondary School-নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয় is one of the popular High School located in গ্রামঃ নবগ্রাম, ডাকঃ মাশালিয়া। ,Magura listed under School in Magura , High School in Magura ,

Contact Details & Working Hours

More about Nabagram Secondary School-নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়

ইতিহাস

মাগুরা জেলার শ্রীপুর উপজেলাধীন নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৩৮ সালে স্থাপিত একটি প্রাচীন প্রতিষ্ঠান। পল্লী প্রকৃতির মনোরম পরিবেশে অবস্থিত বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা আলহাজ্ব শাহাবুদ্দিন আহমেদ। যিনি একজন বিশিষ্টি সমাজ সেবী এবং শিক্ষানুরাগী ছিলেন। তিনি নিজ বাড়ীর আঙ্গিনায় ১.৮২ একর জমির উপর টিন শেড নির্মান করে এলাকাবাসির সহযোগিতায় বিদ্যালয়ের কাজ শুরু করেন। ১-১-১৯৬৮ সালে বিদ্যালয়টি প্রথম স্বীকৃতি (মাধ্যমিক) লাভ করে। বর্তমানে বিদ্যালয়ে ৫টি ভবনে বিজ্ঞান ও মানবিক শাখায় ৫০০ জন ছাত্র/ছাত্রী অধ্যয়ন করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদ্যালয়টি সুশৃংখলার সাথে সরকারী নীতি মালার আলোকে পরিচালিত হচ্ছে। আধুনিক প্রযুক্তি নির্ভর দক্ষ মানব সম্পদ গঠনে এবং জ্ঞান বিজ্ঞান বিকাশের ক্ষেত্রে বিদ্যালয়টি গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করছে।

Map of Nabagram Secondary School-নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়