Pakulla Jamidar Bari,Mirzapur,Tangail

Pakulla,Dhaka,Bangladesh, Tangail, 1944 ,Bangladesh
Pakulla Jamidar Bari,Mirzapur,Tangail Pakulla Jamidar Bari,Mirzapur,Tangail is one of the popular Residence located in Pakulla,Dhaka,Bangladesh ,Tangail listed under Public places in Tangail , Historical Place in Tangail ,

Contact Details & Working Hours

More about Pakulla Jamidar Bari,Mirzapur,Tangail

এ বাড়ি অন্যান্য পরিত্যাক্ত জমিদার বাড়ির মতো নয়। বংশ পরম্পরায় এর বংশধরেরা এখনও এ বাড়িতে বাস করছেন নিজেদের ঐতিহ্য ধরে রাখতে।
ভেতর মহল সংরক্ষিত, পারিবারিক বাসস্থান। বাইরের অংশ ঘুরে বেড়ানোর মতো বেশ! মূল বাড়ির বাইরের দিকটায় বিশাল আঙিনা। একপাশে কাছারি ঘর, আরেকপাশে সভা করার ঘর।

প্রবেশ গেইটের ভেতরে প্রথমেই চোখ পড়বে বদরুন্নেছা মহল। প্রতিষ্ঠাকাল ১১৫৩ বাংলা। সে হিসাবে প্রায় ২৭০ বছরের পুরনো। ডান দিকের দরজা দিয়ে সীমানা প্রাচীরের মাঝে পরনো কুয়া আর নবজাত শিশু ও মায়ের জন্য একটি ঘর। এটি এ জমিদার বাড়ির আচার পালন। বলা হয় প্রসূতি মা আর নবজাত সন্তানদের এ ঘরে চল্লিশ দিন পর্যন্ত রাখা হত। এরপরই কেবল তারা অন্দরমহলে যেতে পারতেন। অন্দরমহলের পেছনের দিকে বহু পুরনো একটি রান্নাঘর এখনো ব্যবহার করা হচ্ছে। রান্নঘরের পরেই সীমানা প্রাচীরের পেছনে দীর্ঘ বাগান।

pakulla jamidar bari is in pakulla village , P.O: jamurki , P.S : Mirzapur , Dist: tangail

ঢাকা টাঙ্গাইল রোড ধরে পাকুল্লা বাস ষ্টান্ডে নামতে হবে। ঢাকা থেকে যেতে মহাখালি হতে উত্তরা হয়ে প্রচুর বাস রয়েছে। একটাতে চড়ে বসলেই হয়। বাস ষ্ট্যান্ড থেকে পশ্চিমে কিছুটা হেঁটে গেলেই একটা বড় পুকুর। তার ওপাশেই পাকুল্লা জমিদারী।

Map of Pakulla Jamidar Bari,Mirzapur,Tangail