Parshuram । পরশুরাম

Parshuram ? ???????, Fani, ,Bangladesh
Parshuram । পরশুরাম Parshuram । পরশুরাম is one of the popular City located in Parshuram ? ??????? ,Fani listed under City in Fani , Public places in Fani ,

Contact Details & Working Hours

More about Parshuram । পরশুরাম

Parshuram (Bengali: পরশুরাম) is an upazila of Feni District in the Division of Chittagong, in southeast Bangladesh.

পত্র পত্রিকা সমূহ
নাম পাক্ষিক পরশুরাম
সম্পাদক মাহবুবুল হক মাহাবুব
যোগাযোগ উপজেলা মার্কেট,পরশুরাম,ফেনী
যোগাযোগের নাম্বার 01819806101

হাট বাজারের তালিকা

খন্ডল কালীর বাজার ৫১০০/- বক্সমাহমুদ ইউপি
গুথুমা চৌধুরী বাজার ৭৮০০/- পরশুরাম পৌরসভা
ধনীকুন্ডা বাজার ২৪০০/- চিথলিয়া ইউপি
পরশুরাম বাজার ৩১,৫১,৯০০/- পরশুরাম পৌরসভা
বক্সমাহমুদ বাজার ৩৮,২০০/- বক্সমাহমুদ ইউপি
বটতলী বাজার খাস আদায় মির্জানগর ইউপি
বাউরখুমা স্থল বন্দর (বিলোনিয়া) ১,৬৭,০০০/- পরশুরাম পৌরসভা
রাজষপুর বাজার ২৮৫০/- চিথলিয়া ইউপি
শালধর বাজার ৫৯০০/- চিথলিয়া ইউপি
সুবার বাজার ৫৪,৫০০/- মির্জানগর ইউপি

হোটেল ও আবাসনের তালিকা
হোটেল- ৮টি। আবাসিক হোটেল নাই।

নদ-নদী
পরশুরামের উল্লেখযোগ্য নদী মুহুরী, কহুয়া, সিলোনিয়া। নদীর দুই তীর পানি উন্নয়ণ বোর্ড কর্তৃক বেড়ী বাধ নির্মাণ করা আছে। নদীগুলোর উৎপত্তি ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ী এলাকায়। নদীগুলো মেঘনায় মিশে গেছে। এক সময় নদীগুলোই ছিল উপজেলার যোগাযোগের প্রধান মাধ্যম। প্রতিবছর পাহারী ঢলে এখানে বন্যা হয়।

যোগাযোগ ব্যবস্থা
যোগাযোগ সংক্রান্ত

পাকা রাস্তা

১৬৭.০০ কিঃমিঃ

অর্ধ পাকা রাস্তা

০৪.০০ কিঃমিঃ

কাঁচা রাস্তা


২২৪কিঃমিঃ

ব্রীজ/কালভার্টের সংখ্যা


৯১৯টি

পরশুরাম উপজেলায় যাতায়াতের প্রধান মাধ্যম সড়ক পথ। ফেনী হতে ফেনী - পরশুরাম সড়কপথে ৪০ ‍মিনিটে পরশুরামে আসা যায়। ইতোপূর্বে ফেনী হতে রেলপথে পরশুরাম আসা যেতো। অনেক আগে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।ঢাকা হতে সরাসরি বিআরটিসি বাসে এবং স্টার লাইন বাসে করে পরশুরাম আসা যায়।

প্রাকৃতিক সম্পদ
পরশুরাম উপজেলায় উল্লেখযোগ্য কোন প্রাকৃতিক সম্পদ নেই। তবে এখানে মুহুরী ও সিলোনিয়া নদীতে বালু পাওয়া যায়।

মুক্তিযুদ্ধে পরশুরাম
মুক্তিযুদ্ধে পরশুরামে তুমুল যুদ্ধ হয়েছিল।পরশুরামের পশ্চিম অংশ ১নং এবং পূর্বাংশ ২নং সেক্তরের অধীনেছিল।১নংসেক্তরের সেক্তর কমান্ডার ছিলেন রফিকুল ইসলাম এবং ২নং সেক্তরের সেক্তরকমান্ডার ছিলেন মেজর হায়দার।মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিম্নে দেওয়া হলঃ

বেসামরিকশহীদঃ৭জন

সেনাবাহীনিশহীদঃ৭জন

রাইফেল(বর্তমানবি.জি.বি.) শহীদঃ২জন

পুলিশশহীদঃ১জন

পরশুরামের মালিপাথরে ১টি বধ্য ভূমি রয়েছে।৭ই নভেম্বর পরশুরাম হানাদার মুক্ত হয়েছিল।



উপজেলার দর্শনীয় স্থান
নাম কিভাবে যাওয়া যায় অবস্থান
দর্শনীয় স্থান : শমসের গাজী দিঘী সাতকুচিয়া, বক্সমাহমুদ ইউ.পি.।
জংলী শাহ মাজার উত্তর গুথুমা, পরশুরাম পৌরসভা।
আবদুল্লাহ শাহ মাজার উত্তর গুথুমা, পরশুরাম পৌরসভা।
বিলোনিয়া স্থল বন্দর বাউরখুমা, পরশুরাম পৌরসভা।
খেলাধুলা ও বিনোদন
প্রাচীনকাল থেকেই পরশুরাম জনেগাষ্ঠী ক্রীড়ামোদী। এখানে প্রতিবছরই বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এখানকার জনপ্রিয় খেলার মধ্যে বর্তমানে ক্রিকেট ও ফুটবলের আধিপত্য দেখা গেলেও অন্যান্য খেলাও পিছিয়ে নেই। পরশুরামে বেশ কয়েকটি খেলার মাঠ রয়েছে। এর মধ্যে পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ অন্যতম।

ভাষা ও সংষ্কৃতি
পরশুরাম উপজেলার ভূ-প্রকৃতি ও ভৌগলিক অবস্থান এই উপজেলার মানুষের ভাষা ও সংস্কৃতি গঠনে ভূমিকা রেখেছে। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে অবস্থিত এই উপজেলা্র তিন দিকে ঘিরে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য। এখানে ভাষার মূল বৈশিষ্ট্য বাংলাদেশের অন্যান্য উপজেলার মতই, তবুও কিছুটা বৈচিত্র্য খুঁজে পাওয়া যায়। যেমন কথ্য ভাষায় মহাপ্রাণধ্বনি অনেকাংশে অনুপস্থিত, অর্থাৎ ভাষা সহজীকরণের প্রবণতা রয়েছে। পরশুরাম উপজেলার আঞ্চলিক ভাষার সাথে সন্নিহিত নোয়াখালীর ভাষার অনেকটা সাযুজ্য রয়েছে।

এই এলাকার ইতিহাস পর্যালোচনায় দেখা যায় যে পরশুরামের সভ্যতা বহুপ্রাচীন। সাংস্কৃতিক পরিমন্ডলে পরশুরামের অবদানও অনস্বীকার্য।


পরশুরাম উপজেলার পটভূমি
পরশুরাম উপজেলা :


থানা সৃষ্টি :GOVT NOTIFICATION NO- PUBLISHAT IN CALCUTTA GAZED G.O NO- 2230. DT – 07-05- 1879 ইং মোতাবেক পরশুরাম থানা গঠিত হয়।


পরবর্তীতে থানাকে উপজেলায় রুপান্তর করা হয়। ০২/০৭/১৯৮৩ ইং Local Govt. Division Section- viii. Notification No-S-viii/2E-4/83/256 DT. 22.06.1983 মোতাবেক।


পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে এই উপজেলার উত্তরে ভারত, পূর্বে ভারত, পশ্চিমে ভারত, দক্ষিণে ফুলগাজী উপজেলা।


উপজেলার নামকরণ :পূর্বে এই উপজেলার বাউরপাথর গ্রামে পরশুরাম চৌধুরী নামে এক হিন্দু বিত্তবান ব্যক্তি ছিলেন। তাহার নামানুসারে এই উপজেলার নাম পরশুরাম উপজেলা নামকরণ করা হয়।

ভৌগোলিক পরিচিতি :উত্তর অক্ষাংশের ২৩° ১০´ এবং ২৩° ১৭´ এর মধ্যে ৯১° ২৩´ এবং ৯১° ৩১´



দশনীয় স্থান :ক) শমসের গাজী দিঘী, সাতকুচিয়া, বক্সমাহমুদ ইউ.পি.।

খ) জংলী শাহ মাজার, উত্তর গুথুমা, পরশুরাম পৌরসভা।
গ) আবদুল্লাহ শাহ মাজার, উত্তর গুথুম, পরশুরাম পৌরসভা।
ঘ) বিলোনিয়া স্থল বন্দর, বাউরখুমা, পরশুরাম পৌরসভা।

ইউনিয়ন সমূহ
পৌরসভা/ ইউনিয়নের নাম ও তথ্য :



ক্রমিক নং

পৌরসভা/ ইউনিয়নের নাম

জনসংখ্যা

পুরুষ

মহিলা

মন্তব্য

১।

পরশুরাম পৌরসভা

২৯৬৯১ জন

১৪৪৫৬ জন

১৫২৩৫ জন


২।

মির্জানগর ইউনিয়ন

২২৬২৫ জন

১০৫৮৯ জন

১২০৩৬ জন


৩।

চিথলিয়া ইউনিয়ন

২৫২৮৭ জন

১১৯৩৬ জন

১৩৩৫১ জন



৪।

বক্সমাহমুদ ইউনিয়ন

২৩৪৫৯ জন

১১০০০ জন

১২৪৫৯ জন


মোট

১০১০৬২ জন

৪৭৯৮১ জন

৫৩০৮১ জন



এক নজরে পরশুরাম
জেলা
ফেনী
উপজেলা
পরশুরাম
সীমানা

উত্তরেভারত, পূর্বে ভারত, দক্ষিণে ফুলগাজী উপজেলাএবং পশ্চিমে ভারত।
জেলা সদর হতে দূরত্ব

২৫কি:মি:

আয়তন

৯৫.৭৫বর্গ কিলোমিটার

জনসংখ্যা

১০১০৬২জন (প্রায়)

পুরুষ
৪৭৯৮১জন (প্রায়)

মহিলা
৫৩০৮১জন (প্রায়)

লোক সংখ্যার ঘনত্ব

১০৫০(প্রতি বর্গ কিলোমিটারে)
মোট ভোটার সংখ্যা
৫৮,২১৫জন
পুরুষভোটার সংখ্যা
২৭,৬৮০জন
মহিলা ভোটার সংখ্যা
৩০,৫৩৫জন
বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার
১.৩৭%
মোট পরিবার(খানা)
২০,৩২২টি
নির্বাচনী এলাকা

ফেনী-১
গ্রাম
৮৩টি
মৌজা
৭৭টি
ইউনিয়ন
৩টি
পৌরসভা
০১ টি
এতিমখানা সরকারী
১১টিনিবন্ধকৃত
এতিমখানা বে-সরকারী
মসজিদ
২২৩টি
মন্দির
৫টি
নদ-নদী
৩টি (মহুরী, চিলনিয়া ও কহুয়া)
হাট-বাজার
১২টি
ব্যাংক শাখা
৬টি
পোস্ট অফিস/সাব পোঃ অফিস
৯টি
টেলিফোন এক্সচেঞ্জ
০১ টি
ক্ষুদ্র কুটির শিল্প
২০৪টি

কৃষি সংক্রান্ত

মোট জমির পরিমাণ
৮৬০৪হেক্টর

নীট ফসলী জমি
৬৩৪৭হেক্টর

মোট ফসলী জমি
২৮০৯৯হেক্টর

এক ফসলী জমি
১৬৪১হেক্টর

দুই ফসলী জমি
৪৩৮৩হেক্টর

তিন ফসলী জমি
৩২৩হেক্টর

গভীর নলকূপ
২টি

অ-গভীর নলকূপ
৩৩৬টি

শক্তি চালিত পাম্প
১৯৬টি

বস্নক সংখ্যা
২২টি

বাৎসরিক খাদ্য চাহিদা
১৫৪৮৯মেঃ টন

নলকূপের সংখ্যা
২০২৩টি

শিক্ষা সংক্রান্ত
সরকারী প্রাথমিক বিদ্যালয়

৫০টি

বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়

০০টি

কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়
০০টি

জুনিয়র উচ্চ বিদ্যালয়
০২টি

উচ্চ বিদ্যালয়(সহশিক্ষা
১৫টি

উচ্চ বিদ্যালয়(বালিকা)
০১টি

দাখিল মাদ্রাসা
০৭টি

আলিম মাদ্রাসা
০১টি

ফাজিল মাদ্রাসা
০৩টি

কামিল মাদ্রাসা
০০টি
কলেজ(সহপাঠ)
০২টি

কলেজ(বালিকা)
০০টি

শিক্ষার হার
৫৭.৩০%
পুরুষ
৬১.৬৪%
মহিলা

৫৩.১১%

স্বাস্থ্য সংক্রান্ত

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
০১ টি

ইউনিয়নস্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
০২টি

বেডের সংখ্যা
৫০ টি

ডাক্তারের মঞ্জুরীকৃত পদ সংখ্যা
২৬টি

কর্মরত ডাক্তারের সংখ্যা
ইউএইচসি ০৬, ইউনিয়ন পর্যায়ে ১, ইউএইচএফপিও ১টি মোট= ০৮টি

সিনিয়র নার্স সংখ্যা
১৫ জন। কর্মরত=০৮জন

সহকারী নার্স সংখ্যা
০১ জন। কর্মরত=০

উপস্বাস্থ্য কেন্দ্র
০২টি

ভূমি ও রাজস্ব সংক্রান্ত
মৌজা
৭৭টি

ইউনিয়ন ভূমি অফিস
০১টি

পৌর ভূমি অফিস

০১ টি

মোট খাস জমি

২৪৩০.৬৪একর

কৃষি

২২৫৭.৯০একর

অকৃষি

১৭২.৭৪একর

বন্দোবস্তযোগ্য কৃষি

৪৪.৯০একর (কৃষি)

বাৎসরিক ভূমি উন্নয়ন কর(দাবী)

সাধারণ=১৯৮২৩৯০/-
সংস্থা = ২২৫৮০৩/-

বাৎসরিক ভূমি উন্নয়ন কর(আদায়)

সাধারণ=৬০০০৭০১২০/- জুলাই মাসে আদায়
সংস্থা = জুলাই মাসে আদায় নেই

হাট-বাজারের সংখ্যা

১২টি

যোগাযোগ সংক্রান্ত

পাকা রাস্তা

১৬৭.০০ কিঃমিঃ

অর্ধ পাকা রাস্তা

০৪.০০ কিঃমিঃ

কাঁচা রাস্তা



২২৪কিঃমিঃ

ব্রীজ/কালভার্টের সংখ্যা



৯১৯টি

নদীর সংখ্যা: ০৩টি

প্রখ্যাত ব্যক্তিত্ব
০১হাবিবুল্ল্যাহ বাহার চৌধুরী,যিনি ১৯৫৪ সালের যুক্ত ফ্রন্টের স্বাস্থ্য মন্ত্রি ছিলেন।যার নামে ঢাকারহাবিবুল্ল্যাহ বাহার কলেজের নাম করন করা হয়।তার জন্ম স্থান গুতুমা গ্রামে।

০২))শামছুন নাহার মাহমুদ,যিনি কবি ও সাহিত্যিক ছিলেন।তার নামে ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শামছুন নাহার হলের নাম করন করা হয়েছে।তার জন্ম স্থান গুতুমা গ্রামে।

০৩)খান বাহাদুর আব্দুল আজিজ,যিনি বভত্তর নোয়াখালীর প্রথম বিএ পাশ ছিলেন।ব্রিটিশ সময়ে তিনি স্কুল পরিদর্শক ছিলেন।খান বাহাদুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয় তার নামে নাম করন করা হয়।তার জন্ম স্থান গুতুমা গ্রামে।

০৪)শমসের গাজী,যিনি খন্ডল পরগনার জমিদার এবং স্বাধীন রাজা ছিলেন।

০৫)গুনাগাজী মজুমদার,যিনি ১৮৭৬-৭৭ সালে উর্কি দস্যুদের দমন ও বিতাড়ন করে এলাকার শান্তি প্রতিষ্ঠা করেন।তার জন্মস্থান কোলাপাড়া গ্রামে।

০৬)যুগেষ চক্রবর্তি,যিনি পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা।তার জন্ম স্থান অলকা গ্রামে।

০৭)সেনাপতি নাথ,যিনি বিপ্লবি বিনোদ বিহারীর সহযোদ্বা ছিলেন।ব্রিটিশ বিরোধী আন্দোলনের এ মহান নেতার জন্ম অন্তপুর গ্রামে।

০৮)জাহাঙ্গীর খন্ডলী,যিনি রাজনীতির কিংবদন্তি পুরুষ।তার জন্ম চন্দনা গ্রামে।

০৯)আমিনুল করিম মজুমদার খোকা মিয়া,যিনি পরশুরাম কলেজের প্রতিষ্ঠাতা এবং পরশুরাম উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ছিলেন।তার জন্ম স্থান সলিয়া গ্রামে।

১০)পরশুরাম চৌধুরী,যিনি সামন্ত জমিদার ছিলেন।যার নামে পরশুরাম উপজেলার নাম করন করা হয়।

১১)বাশারত উল্ল্যাহ আলী সাহেব।তিনি কালিকাপুর বাশারত উল্ল্যাহ উচ্চ বিদ্যালয় এবং বটতলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা।

১২)ফরিদ উদ্দিন আহমেদ,তিনি বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক ছিলেন।তার জন্ম স্থান আশ্রাফপুর গ্রামে।

১৩)এ বি এস সফদার ,তিনি সাবেক সচিব,পুলিশের মহা পরিদর্শক এবং এন এস আই এর সাবেক মহাপরিচালক ছিলেন।তার জন্ম আশ্রাফপুর গ্রামে।

১৪)মৌলভী বেলায়েত হোসেন,যিনি পরশুরাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন।

১৫)ফকির মমতাজ উদ্দিন আহমেদ চৌধুরী,তিনি পরশুরাম মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং রাজনীতিবিদ ছিলেন।তার জন্ম কোলাপাড়া গ্রামে।

১৬)সারদা মজুমদার,তিনি সামন্ত জমিদার ছিলেন।তিনি ফেনী কলেজ এবং পরশুরাম কলেজের জন্য জমি এবং অর্থ দান করে ছিলেন।

Map of Parshuram । পরশুরাম