Public' Place, SUST, "পাবলিক" প্লেস, সাস্ট

SUST, Sylhet, Sylhet, 3114 ,Bangladesh
Public' Place, SUST, "পাবলিক" প্লেস, সাস্ট Public' Place, SUST, "পাবলিক" প্লেস, সাস্ট is one of the popular Public & Government Service located in SUST, Sylhet ,Sylhet listed under Public places in Sylhet , Public Places & Attractions in Sylhet ,

Contact Details & Working Hours

More about Public' Place, SUST, "পাবলিক" প্লেস, সাস্ট

একটা ক্যাম্পাসের বিভিন্ন অংশের বিভিন্ন নাম হতে পারে, হয়। শাবিপ্রবি ক্যাম্পাসেও এরকম নাম আছে যেমন- ১কিলো, গোল চত্বর...
তবে অনেক অংশেরই সার্বজনিন(ক্যাম্পাসে) নাম নেই, এটার সামনে, ওইটার পিছনে, সেটা পাশে আছি বলে অবস্থান নির্দিষ্ট করি।

কেমন হয় ক্যাম্পাসের প্রতিটা অলিগলি কানাঘুপচি রাজপথ খোলা জায়গার চমকপ্রদ মজাদার কিছু নাম থাকলে??

এটা সম্ভব হতে পারে ডিপার্টমেন্ট, সংগঠন থেকে নামকরণ করা হলে।

লাইব্রেরি বিল্ডিং এর পাশে একসময় ক্যাম্পাসের সবচেয়ে জমজমাট আড্ডার জায়গা ছিল, আর এখন...

এইখানে আবার জমায়েত হয়েছিল এবং বেশ কিছুদিন জমজমাট করে রেখেছিল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ছেলেমেয়েরা, আর এটা এই ডিপার্টমেন্টের খুব কাছের একটা জায়গা, তাই এই জায়গাটা আবার জমিয়ে রাখার জন্য হতে পারে তাদের আড্ডার নির্দিষ্ট একটা জায়গা।

ডিপার্টমেন্টের নির্দিষ্ট জায়গা থাকলে ডিপার্টমেন্টের সকল ছাত্র-ছাত্রীর মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠবে।
কিছুদিনের ভিতরে দেখা যাবে ওই ডিপার্টমেন্টের ছেলেমেয়েদের ভিতর কর্মতৎপরতা বেড়ে গেছে শুধু একসাথে আড্ডা মেরে, বিভিন্ন আইডিয়া শেয়ার করে!

তাই এই জায়গাটা যদি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ছেলেমেয়েরা বেঁছে নেয়া আড্ডা মারার জন্য, জায়গাটার নাম হতে পারে "পাব্লিক' প্লেস" (প্রস্তাবিত), তাহলে ক্যাম্পাসে হয়তো নতুন এবং চমৎকার কিছু একটা হতে যাচ্ছে...

সমাজকর্মের ছেলেমেয়েরা কোন একটা জায়গা বেঁছে নিয়ে নাম দিতে পারে "কর্ম-স্থল" ...

Map of Public' Place, SUST, "পাবলিক" প্লেস, সাস্ট