Rangamati Govt. College

Chittagong, 4500 ,Bangladesh
Rangamati Govt. College Rangamati Govt. College is one of the popular Government Organization located in ,Chittagong listed under College & University in Chittagong , Government Organization in Chittagong ,

Contact Details & Working Hours

More about Rangamati Govt. College

রাঙ্গামাটি সরকারি কলেজ বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। দেশের পার্বত্য অঞ্চলে জ্ঞানচর্চা তথা উচ্চশিক্ষার প্রসারে স্বনামখ্যাত এই শিক্ষা নিকেতনের রয়েছে অনন্য উজ্জ্বল ভূমিকা এবং অবদান।রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক জনাব মুজিবুল হকের ঐকান্তিক উদ্যোগ ও প্রচেষ্টায় এবং পার্বত্য চট্টগ্রামের তদানীন্তন জেলা প্রশাসক জনাব সিদ্দিকুর রহমানের আন্তরিক সহযোগিতায় ১/৭/১৯৬৫ খ্রিস্টাব্দে রাঙ্গামাটি কলেজ প্রতিষ্ঠিত হয়। রাঙ্গামাটি সরকারি স্কুল ভবনে ১/৭/১৯৬৫ খ্রি. তারিখেই উচ্চ মাধ্যমিক শ্রেণীর মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের মোট ৯২ (বিরানব্বই) জন শিক্ষার্থী নিয়ে কলেজের প্রথম ক্লাস শুর” হয়। পরবর্তীতে শহরের পুরাতন কোর্ট বিল্ডিং এলাকায় বর্তমান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ভবনের পার্শ্ববর্তী স্থানে কলেজ স্থানান্তরিত হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে জনাব মুজিবুল হক কলেজের প্রথম ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।
১৯/৭/১৯৬৫ খ্রিস্টাব্দ তারিখ তিনি জনাব মার্টিন গিলবার্টের কাছে অধ্যক্ষের দায়িত্বভার হস্তান্তর করেন। রাঙ্গামাটি কলেজ প্রতিষ্ঠার জন্য তৎকালীন জেলা প্রশাসকের নেতৃত্বে স্থানীয় গণমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত কমিটি এবং কলেজের অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে জনাব এসটি হোসেন, ডা. একে দেওয়ান, ডা. বি খীসা এবং হাজী এ কুদ্দুস প্রমুখের ভূমিকা বিশেষভাবে স্মর্তব্য।

১৯৬৭ সালে এ কলেজে প্রথম বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হয়; একই বছর স্নাতক (পাস) পর্যায়ে বিএ ও বিকম কোর্স চালু হয়। ১/৫/১৯৭০ খ্রিস্টাব্দ তারিখ সরকার রাঙ্গামাটি কলেজকে জাতীয়করণ করে। ঐদিন থেকেই বর্তমান ক্যাম্পাসে রাঙ্গামাটি সরকারি কলেজের কার্যক্রম আরম্ভ হয়। এ-সময় জনাব হাসান ওয়ায়েজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয়করণের পর ২৫/৭/১৯৭০ খ্রি. তারিখ মি. প্রমোদ রঞ্জন বড়–য়া রাঙ্গামাটি সরকারি কলেজের প্রথম পূর্ণাঙ্গ অধ্যক্ষ হিসেবে যোগ দেন। স্নাতক (পাস) পর্যায়ে বিজ্ঞান অর্থাৎ বিএস-সি কোর্স চালু হয় ১৯৮৪ সালে। ১৯৮৯ সালে এই কলেজ দেশের ১৫ (পনের) টি বিশ্ববিদ্যালয় কলেজ প্রকল্পের অন্তর্ভুক্ত হয়। ১৯৯৫ সালে ৩০ (ত্রিশ) জন শিক্ষার্থী নিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে মাস্টার্স প্রথম পর্বের ক্লাস শুর” হয়।

উচ্চ মাধ্যমিক শ্রেণীর বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা; স্নাতক(পাস) পর্যায়ের বিএ, বিএসএস, বিবিএস, বিএস-সি; রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের মাস্টার্স কোর্স ছাড়াও রাঙ্গামাটি সরকারি কলেজে বর্তমানে ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, অর্থনীতি, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা এবং উদ্ভিদবিদ্যা বিষয়ের অনার্স কোর্স চালু রয়েছে। ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষ হতে হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ২০১১-২০১২ শিক্ষাবর্ষ হতে ইংরেজি, ইতিহাস, অর্থনীতি ও উদ্ভিদবিদ্যা বিষয়ে অনার্স কোর্সের কার্যক্রম আরম্ভ হয়।

মোট ২৩.২৮ একর মনোরম পাহাড়ি ভূমির উপর স্থাপিত ঐতিহ্যবাহী এই বিদ্যায়তনের প্রায় ৬,০০০(ছয় হাজার) শিক্ষার্থীর জন্য অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ ও নিষ্ঠাবান শিক্ষকবৃন্দ জ্ঞানচর্চা ও বিতরণের মহান ব্রতে নিয়োজিত। অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদ ছাড়াও সহযোগী অধ্যাপকের ১৪ টি, সহকারি অধ্যাপকের ১৬ টি, প্রভাষকের ২৯ টি, প্রদর্শকের ০৪ টি, শরীরচর্চা শিক্ষকের ০১ টি, গ্রন্থাগারিকের ০১ টি, সহকারি গ্রন্থাগারিকের ০১ টি, তৃতীয় শ্রেণীর কর্মচারীর ০৭ টি এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীর ১৮ টি স্থায়ী পদ রয়েছে। প্রায় ১৩ (তের) হাজারেরও অধিক মূল্যবান গ্রন্থসমৃদ্ধ একটি সুবিশাল গ্রন্থাগার কলেজকে দিয়েছে বিশেষ মাত্রা। এছাড়া শহীদ মিনার, অধ্যক্ষের বাসভবন, শিক্ষকদের আবাসিক কোয়ার্টার, শিক্ষক ডরমিটরি ও মুক্তমঞ্চ রয়েছে। কলেজের ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থীদের পরিবহনের জন্য ভাড়ার ভিত্তিতে বাস সার্ভিসের ব্যবস্থা আছে। ১৯৮৮ ও ১৯৯৩ সালে রাঙ্গামাটি সরকারি কলেজ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ বিবেচিত হওয়ার গৌরব অর্জন করে। বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ অন্যান্য সহশিক্ষা কার্যক্রম নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়। জাতীয় দিবসসমূহ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালিত হয়।

অপরূপ নৈসর্গিক শোভামন্ডিত সুদৃশ্য প্রশাসনিক ও একাডেমিক ভবন সমৃদ্ধ কলেজের ক্যাম্পাসে চারিদিকে সবুজের সমারোহ। কাপ্তাই হ্রদ পরিবেষ্টিত রক্তিম মৃত্তিকায় আচ্ছাদিত এই শিক্ষায়তনের পবিত্র অঙ্গনে বিরাজ করে শিক্ষাগ্রহণ ও জ্ঞানবিতরণের চমৎকার অনুকূল পরিবেশ। স্নিগ্ধ-শান্ত-সমাহিত অনিন্দ্য সুন্দর এই বিদ্যাতীর্থ যেন সত্যিই শিক্ষক-শিক্ষার্থীর অনুপম এক মিলনক্ষেত্র।

Map of Rangamati Govt. College