Sabrina Nancy

DIT road, Khilgoan., Dhaka, 1219
Sabrina Nancy Sabrina Nancy is one of the popular Performing Arts located in DIT road, Khilgoan. ,Dhaka listed under Musician/Band in Dhaka , Performing Arts in Dhaka ,

Contact Details & Working Hours

More about Sabrina Nancy

সাধ্যের মধ্যে সব কিছু - এই বাক্যটি আমার গত ১বছরের মিউজিক প্রোডাক্শন এর মধ্যে সব সময়ই ফুটে উঠেছে। এই সময়ের মধ্যে আমি মোট ১৮টি গান রিলিজ করেছি এবং আলোচনা ও সমালোচনার মধ্য দিয়ে ১বছর অতিক্রম করেছি।
আমার এ বিবৃতিটি কাউকে আঘাৎ দেওয়া বা ছোট করার জন্য নয়। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে অনেকেই আমাকে বলেছেন ”গরিবের ন্যান্সি” --- হা তিনি/তাহারা যথার্থই বলেছেন। কারন বিক্রয় ডট কমের ৬০০ টাকার মাইক্রোফোন, ৪০০০ টাকার কিবোর্ড ও ৩৫০০ টাকার ক্যামেরা দিয়ে বিল্টইন সাউন্ডকার্ড ব্যবহার করে ফ্রি সফ্টওয়ার দিয়ে গান তৈরি করা এক কথায় যা অসম্ভব, শুধুমাত্র সম্ভব হয়েছে আমার ”আই-টি” এর উপর যথেষ্ট দখল থাকার কারনে। অনেকেই আমার চ্যানেলের লাইক ডিজলাইক নিয়ে কথা বলেছেন। তাদের জানা উচিৎ আমার ফার্ম ”৯৯সফ্টওয়ার” অনলাইন মার্কেটিং নিয়ে কাজ কওে, তাই কয়েক হাজার লাইক ও কমেন্টস বাড়ানো অতি স¦ল্প সময়ের বিষয়। তাই আমি লাইক বা কমেন্টস দিয়ে কখনো কাউকে মাপি না। কারন এগুলো টাকার মাধ্যমে কেনাবেচা হয়।
অবশ্যই ভালো মানের প্রডাক্শনের জন্য যথেষ্ট বিনিয়োগ দরকার। ভালো মইক্রোফোন, ভালো সাউন্ডকার্ড, দামী সফ্টওয়ার, দামী সাউন্ড মনিটর, দামী ক্যামেরা যা অযোগ্য লোককেও যোগ্য করে তোলে। এই প্রথম ”তোমায় ছাড়া কিছু” গানটি কমপোজিশন করেছি একটি লেটেষ্ট কিবোর্ড ও সাউন্ডকার্ড দিয়ে। তাই হয়তো এটি পূর্বের গান গুলোর মত ডিস্টিউন হয়নি।
আমার উদ্দেশ্য গান করে বা মিউজিক তৈরি করে বিক্ষাত হওয়া না। আমার ক্ষুদ্র প্রয়াসে অনেক সঙ্গিত অনুরাগী একটি নতুন আশার আলো দেখেছে এবং ব্যক্তিগত পর্যায়ে কিছু একটা করার চেষ্টা করছে। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। কারন এই প্রফেসনের বেশিরভাগ ব্যক্তিগনই নবাগতদের সাহায্য সহযোগীতা না করে তাদের ভ’ল ধরা ও বিদ্রুপ করতেই সদা ব্যস্ত। তাই যারা এই প্রফেসনে আসতে চান, তাদের টেকনিক্যাল সহযোগীতার জন্য আমি ও আমার র্ফাম ”৯৯সফ্টওয়ার” সদা প্রস্তুত। আমি বলতে চাই আমাদের সাধ্যমত যা করা সম্ভব তা দিয়ে নবাগতদের পাশে আছি। যেমন- কমপোজিশন, সফ্টওয়ার সেটআপ, ভিডিও প্রডাকশন, ইউটিউব আর্নিং চ্যানেল, অনলাইন মার্কেটিং ইত্যাদি।
আপনারা কেউ কেউ বলেছেন যে আপনি গান করছেন কেন? আপনার গান ছেড়ে দেয়া উচিৎ। কিন্তু আপনারা হয়তো আমার ”বিন্দু বিন্দু জলে” গানটি শোনেননি। আমি একজন সাধারণ মানুষ। আমি মিউজিক ও ভিডিওর বিষয়ে শিক্ষা নিয়েছি বই ও ইউটিউব টিউটোরিয়াল থেকে। আমি সবসময়ই চেষ্টাকারী ও পরিশ্রমীদের দলে। এক সময় হয়তো সকল প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে আমার প্রতিভাকে বিকশিত করতে পারব।

Map of Sabrina Nancy