Satsang Narayangonj, Bangladesh

Sri Sri Thakur Anukul Chandra Satsang, Natun Palpara, Narayangonj, Narayanganj, 1400 ,Bangladesh
Satsang Narayangonj, Bangladesh Satsang Narayangonj, Bangladesh is one of the popular Religious Center located in Sri Sri Thakur Anukul Chandra Satsang, Natun Palpara, Narayangonj ,Narayanganj listed under City in Narayanganj , Religious Organization in Narayanganj ,

Contact Details & Working Hours

More about Satsang Narayangonj, Bangladesh

বন্দে পুরুষোত্তমম। জয়গুরু, সৎসঙ্গ নারায়ণগঞ্জ শাখার ফেসবুকে আপনাকে স্বাগতম। নারায়ণগঞ্জ সৎসঙ্গ: ইতিকথা অগ্রগমনের



"ঐ তিনি যখন যেখানে আবির্ভূত হন সে স্থানই মানুষের পরমতীর্থ" - তিনি এসেছেন, বারবারএসেছেন - নানা দেশে, নানা স্থানে, নানা ভাষায় জীবনের কথা বলেছ...েন। বাঁচা ও বাড়ার কথা। জীবনীয় মাঙ্গলিক অভিগমনের কথা। এবার এসেছেন বাংলায়, পূর্ব বাংলায়। তিনি স্বপ্ন দেখেছেন বাংলা জাগলে ভারত জাগবে, ভারত জাগলে জগত জাগবে। জাগরণের অভয় বাণী বাংলায় বসেই তিনি উচ্চারণ করেছেন। সনাতনী কৃষ্টি ও সংস্কৃতি সংরক্ষনে অর্ভীবাণী উচ্চারিত যার তিনি শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র। আবির্ভাব ভূমি বিস্মৃতপ্রায় পূর্ব বাংলার বিপন্নপ্রায় গ্রাম হিমাইতপুর। বিপুল পদ্মার উত্তর তীরে। সে গ্রাম আজ অগণিত উত্তরণতীর্থ, মহাতীর্থ, পুরুষোত্তমতীর্থ।



হিমাইতপুর কেন্দ্রিক সৎসঙ্গ আন্দোলনের চরম দুর্যোগের দিনে প্রশ্নশূন্যভাবে সার্বিক সহযোগিতার সক্রিয় কর্মতৎপরতার ভূমিকা পালন করেছে নারায়ণগঞ্জ সৎসঙ্গীবৃন্দ। ১৯৭২ এর পর থেকে ব্যাক্তিগতভাবে নানা সময় আমি উপস্থিত হয়েছি। যথারীতি নারায়ণগঞ্জের ভক্তবৃন্দের আকুলতায় বার্ষিক উৎসবেও আমি বহুবার উপস্থিত হয়েছি। সে সময় নয়ামাটি গিরিধারী আখড়ার মন্দির অঙ্গনে উৎসবের সার্বিক আনুষ্ঠানিকতা বৈকালিক ধর্মসভা ও রাতে শ্রীকুমুদবন্ধু বিশ্বাস (স.প্র.ঋ.) মহোদয় কর্তৃক উপস্থাপিত রামায়ণ কীর্তন অনুষ্ঠিত হতো। ক্ষুদ্র পরিসরে লোক সমাগমের বিশালতায় একটি নিরব সংকট লালন করত। সে মুহুর্তে ভক্তদের তেমন কিছু করবার ক্ষমতাই ছিল না।



মনে পড়ে শ্রদ্ধেয় কালিপদ মল্লিক, স্বস্ত্যয়নী ব্রতধারী পরিবারকে সহায়ক হিসেবে পেয়ে উৎসবাদিতে আমাদের জন্য সার্বিক সহযোগিতার আশ্রয় জুটেছে। শ্রদ্ধেয় কুমুদবন্ধু বিশ্বাসের মাধ্যমে সৎদীক্ষায় দীক্ষিত শ্রীশরৎচন্দ্র কুন্ডুর কথা। তাঁর লক্ষী নারায়ণ বস্ত্রালয়ের উপর তলায় ভাড়া বাসায় বহুদিন অবস্থান করা গেছে। হিমাইতপুর সৎসঙ্গ আশ্রমে কার্যনির্বাহী পরিষদেও একদা সদস্য ছিলেন শরৎ কুন্ডু মহোদয়। ঐ প্রতিষ্ঠানের অন্যতম অংশীদার ভোলানাথদার কথা মনে পড়ে। প্রার্থনা শেষে হারমোনিয়াম বাজিয়ে তিনি তার নিজস্ব ভঙ্গিতে ভক্তিসঙ্গীত গাইতেন। ভোলানাথদা গাইতেন -



"গুরু বীজ রোপন করলে পাষাণে

অঙ্কুর হবে কিসে, বিনা রসে

শুকিয়ে যায় দিনে দিনে।"



তাল-লয়ের ও মাত্রার একটু এদিক ওদিক হলেও আমরা মজা পেতাম। ভোলানাথদার জন্মস্থান চট্টগ্রাম। নারায়ণগঞ্জের অন্যতম ব্যবসায়ী ভোলানাথ রায় তিনিও কুমুদদার মাধ্যমে দীক্ষা গ্রহন করে ইষ্টে আত্মনিবেদিত হন। নানা সময়ে হিমাইতপুর সৎসঙ্গ আন্দোলনে অর্থ সংযোগের ক্ষেত্রে নারায়ণগঞ্জের ভক্তবৃন্দ নিরন্তর সহযোগিতা প্রদান করেছেন। নারায়ণগঞ্জের গণেশ ঘোষদার মিষ্টির দোকানের রসগোল্লা ও রসমালাই উৎসবে সমাগত অতিথিবৃন্দসহ অনেককে পরিতৃপ্ত করত। স্বাধীনতার অব্যবহিত পর থেকে নানাবিধ ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আমার সত্তার গভীরে এক সহজ বিশ্বাসের বাতাবরণ তৈরী হয়েছিল। হিমাইতপুরের মাটিতে করণীয় যে কোনও কর্মতৎপরতায় নারায়ণগঞ্জ এক সক্রিয় আত্মনিবেদিত সহযোগী সংগঠন।



নিজস্ব আশ্রয়বিহীন নারায়ণগঞ্জ শাখা সৎসঙ্গ তাদের আন্তরিক নিবেদিত কর্মতৎপরতার পথ ধরে নতুন পালপাড়ায় ভূমি ক্রয় এবং সেখানেই নবনির্মিত মন্দির নির্মান একটি স্মরণীয় কর্মতৎপরতার ইতিহাস। এই কর্মযজ্ঞে নারায়ণগঞ্জ শাখা সৎসঙ্গের প্রতিটি দাদা-মায়ের এক প্রীতি মমতার অনাবিল স্পর্শ সম্পৃক্ত হয়েছে। মন্দির নির্মাণে প্রয়োজনীয় বিশাল অর্থ যোগানের ক্ষেত্রে ছোট-বড় প্রত্যেকের অবদান প্রেমময়ের শ্রীচরণে প্রশ্নশূন্যভাবে আত্মনিবেদিত হয়েছে। প্রভু দয়া করে তা গ্রহণ করেছেন বলেই প্রস্তাবিত শ্রীমন্দির উদ্বোধনকে ঘিরে আয়োজিত মহোৎসবের আভাস আলোকোজ্জ্বল হয়েছে। এই মহোৎসবের কর্মতৎপরতায় আত্মনিবেদিত প্রত্যেকের জীবন সুস্থ, সুন্দর ও মাঙ্গলিক অভিদীপ্তিতে প্রদীপ্ত হয়ে উঠুক।



'পুরুষোত্তম আসেন যখন

সবগুরুরই সার্থকতা

তাঁকে ধরলে আসে নাকো

গুরু ত্যাগের ঘৃণ্য কথা।'



পুরুষোত্তমকে গ্রহন করে তাতে আত্মনিবেদিত যথার্থ ভক্তগণের গভীর বিশ্বাস তিনি সত্য ও সুন্দরের মূর্ত প্রতীক নরাকারে ঈশ্বরের বিগ্রহ। তিনি এক এবং অদ্বিতীয়। তাঁর সমান কেউ নেই। মানবজীবনে তাঁর চেয়ে বড় আশ্রয়ও কেউ নেই। এই পরম বিশ্বাসে ইষ্টে নিবেদিত নারায়ণগঞ্জ শাখা সৎসঙ্গের ভক্তবৃন্দের ঐকান্তিক ইষ্টনিষ্ঠা সকলকে উজ্জীবিত করুক। প্রেমময় প্রভুর জয়-জয়কার হোক।



লেখক: ড: রবীন্দ্রনাথ সরকার, স.প্র.ঋ., সাধারন সম্পাদক, শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ, হিমাইতপুর, পাবনা

Map of Satsang Narayangonj, Bangladesh