Senbag Government Pilot High School.

Senbag, Noakhali, 3860 ,Bangladesh
Senbag Government Pilot High School. Senbag Government Pilot High School. is one of the popular High School located in Senbag ,Noakhali listed under School in Noakhali , High School in Noakhali ,

Contact Details & Working Hours

More about Senbag Government Pilot High School.

সেনবাগ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের গৌরবগাঁথা ইতিহাসটি বেশ চমকপ্রদ।১৯৩৯ মতান্তরে ১৯৪১ সালে সর্বপ্রথম মাইনারী স্কুল থেকে হাই-স্কুল হিসাবে আত্মপ্রকাশ করে।১৯৩৯/১৯৪১ সাল থেকে একাধারে প্রতিষ্ঠাতা, শিক্ষাবিদ,এবং খ্যাতিমান শিক্ষক জনাব মরহুম হাবিব উল্লাহ চৌধুরী নিজে উদ্যোগী হয়ে স্কুলটি প্রতিষ্ঠা করেন এবং স্কুল এর দায়িত্বভার হাতে নেন। বর্তমান উত্তরমুখী ঘরটিই ছিল স্কুল এর সর্ব প্রথম শ্রেণীকক্ষ।এই জায়গাটির মালিক ছিলেন কলিমুল্লাহ নামে একজন পরে বাবুপুরের শ্রেষ্ঠ সন্তান মরহুম হাবিব উল্লাহ চৌধুরি জায়গাটি ক্রয় করেন নিজ উদ্যোগে।বর্তমান যে স্কুলটির বিরাট মাঠ দৃশ্যমান সে জায়গাটির তখনকার মালিক ছিলেন বিভিন্নজন কিন্তু কোন বাধাই প্রতিষ্ঠাতা মরহুম হাবিব উল্লাহ চৌধুরি কে আটকাতে পারেনি তিনি একান্ত নিজের টাকা খরচ করে আস্তে আস্তে জমিগুলো ক্রয় করেন।এই প্রচেষ্টা বহু বছর ধরে চলতে থাকে কিন্তু অকুতোভয় মানুষটি শিক্ষার আলো ছড়াতে ছিলেন মরিয়া তিনি নিরলসভাবে কাজ করে যান যার ফলশ্রুতিতে চাষাবাদের জমি রূপ নেয় একটি শিক্ষার উপযোগী কেন্দ্রে।এখানে বিশেষভাবে উল্লেখ্যযে,মরহুম হাবিব উল্লাহ চৌধুরি স্কুল এর উন্নতিকলপে এবং নিজে ত্যাগ শিকার করে তৎকালীন বেগমগঞ্জের নাদেরুজ্জামান নামে একজন স্বনামধন্য শিক্ষককে নিয়োগ দেন।১৯৫১ সালে বিশেষ সঙ্কটময় মুহূর্তে আবার স্কুল এর হাল ধরেন তিনি এবং নিজ হাতে স্কুল কে উন্নতির দিকে নিয়ে যেতে থাকেন।১৯৫৮ সালে ঝড়ের কারনে স্কুল ঘরটি ভেঙ্গে গেলে মাঠের মাঝামাঝি প্রান্তথেকে স্কুল ঘরটি সরিয়ে উত্তরদিকে নেয়া হয়। অপরদিকে মাঠটিকেও বড় করা হয়।১৯৫৮ সালে সামসুল হক বি.টি স্কুল এর শিক্ষক হিসাবে নিয়োগ পান এবং দক্ষতার জন্য ১৯৮২ সালে সামসুল হক প্রধানশিক্ষক হিসাবে যোগদান করেন। ১৯৮৮ সালে স্কুলটি সরকারী হয় অতঃপর নিয়মবহির্ভূতভাবে ১৯৯১ সালের জানুয়ারী ২৬ তারিখে সামসুল হক স্যারকে অপসারন করা হয়।পরবর্তীতে সরকারী নিয়ম অনুযায়ী বিভিন্ন শিক্ষক আসেন স্কুলটি পরিচালনায়।বর্তমান যে বিদ্যালয়টি শিক্ষার বালকদের শিক্ষার কেন্দ্র বিন্দুতে পরিনত সেটি আসলে একমাত্র সম্ভব হয়েছে একজন সুযোগ্য প্রতিষ্ঠাতা এবং দূরদৃষ্টিসম্পন্ন শিক্ষকের জন্য।এছাড়াও তিনি বাবুপুরে নিজ জমিতে বায়তুন নুর জামে মসজিদ,মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেন।তিনি মসজিদ,মাদ্রাসা ও এতিমখানাকে দিঘি ও মাদ্রাসার প্রয়োজনীয় জমি দান করেন যা অত্র এলাকায় বিরল দৃষ্টান্ত হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন। [This is pilot fan page not official! This page mentioned by some alumni.... so we don't know any current official news, thanks]

Map of Senbag Government Pilot High School.