Urirchar - উড়িরচর

Urirchar,Sandwip, Chittagong, 4300 ,Bangladesh
Urirchar - উড়িরচর Urirchar - উড়িরচর is one of the popular Region located in Urirchar,Sandwip ,Chittagong listed under Landmark in Chittagong , Island in Chittagong ,

Contact Details & Working Hours

More about Urirchar - উড়িরচর

উড়িরচরের বিস্তারিতঃ
উড়ির চরের অভ্যন্তরীন যোগাযোগ ব্যবস্থাঃ

উড়ির চরের বেশির ভাগ রাস্তা কাচা সামান্য কিছু রাস্তা পাকা, যোগাযোগের বাহন বলতে বাইসাইকেল,রিক্সা,টেম্পু ও নৌকা।

দর্শনীয় স্থানঃ
নাম-সাগর পাড়ে কেওড়া বন কিভাবে যাওয়া যায়- চট্টগ্রাম থেকে সন্দ্বীপ,সন্দ্বীপ থেকে ট্রলারে উড়ির চর,উড়ির চর নতুন বাজার থেকে পুর্ব দিকে ফরেস্ট অফিসের সামনের রাস্তা দিয়ে পুর্ব দিকে ৪০/৫০ মিনিটের পথ,পথে যেতে রাস্তার দুপাশে পরবে সবুজের মাঠ আর মাঠ। অঅবস্থান-উড়ির চর ০৬নং ওয়ার্ড।

উড়ির চর ইউনিয়নের ইতিহাসঃ

১৯৭০/৭১ সালের দিকে সন্দ্বীপের উত্তর পশ্চিম দিকে মেঘনা মহোনায় একটি দ্বীপ জেগে উঠে। দ্বীপের জম্মের কিছু দিন পর সন্দ্বীপের জনগন এই দ্বীপে গিয়ে দেখতে পায় সমস্ত দ্বীপে ঘাস আর ঘাস,এই ঘাস কে সন্দ্বীপের আঞ্চলিক ভাষায় উড়ি বলা হয়। আর এই উড়ি ঘাস থেকে এর নাম হয় উড়ির চর,তৎকালিন সন্দ্বীপের কৃত সন্তান কালাপানিয়া ইউনিয়নের চেয়ারম্যান মরহুম আসাদুল হক চৌধুরী প্রকাশ সাহেব মিয়া সন্দ্বীপের বিভিন্ন এলাকা থেকে নদী সিকিস্তি ভূমীহীন মানুষদের কে ১৯৮০/৮১ সালে উড়ির চরে এনে বসতি করে দেয়।১৯৮৫ সালের বন্যা,১৯৯১ সালের ঘুর্নিঝড় ,২০০৭ সালের সিডর,২০০৯ সালের আইলার মত বড় বড় প্রাকৃতিক দুর্যগ মোকাবেলা করে উড়ির চর, যার মধ্যে ১৯৮৫ এবং ১৯৯১ সালের দুর্যগে এই উড়ির চরের সবচেয়ে বেশি ক্ষতি হয়।উড়ির চর প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন মরহুম আসাদুল হক চৌধুরী প্রকাশ সাহেব মিয়ার সহধর্মিনী মিসেস তাহমিনা চৌধুরী। উড়ির চর এর ইতিহাস খুবিই সংক্ষিপ্ত,কিন্তু এই সংক্ষিপ্ত ইতিহাসে উড়ির চর সফর করেছেন সাবেক রাস্ট্রপতি জ্বনাব হোসাইন মোহাম্মদ এরশাদ,সাবেক প্রধান মন্ত্রী ও বর্তমান সংসদের বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া, এবং বর্তমান প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

ভাষা ও সংস্কৃতিঃ

সন্দ্বীপ মূল ভূ-খন্ড হতে বিচ্ছিন্ন ভূ-প্রকৃতি ও ভৌগলিক অবস্থান এই উপজেলার মানুষের ভাষা ও সংস্কৃতি গঠনে ভূমিকা রেখেছে। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে অবস্থিত এই উপজেলাকে ঘিরে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য, ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের অন্যান্য উপজেলাসমূহ। এখানে ভাষার মূল বৈশিষ্ট্য বাংলাদেশের অন্যান্য উপজেলার মতই, তবুও কিছুটা বৈচিত্র্য খুঁজে পাওয়া যায়। যেমন কথ্য ভাষায় মহাপ্রাণধ্বনি অনেকাংশে অনুপস্থিত, অর্থাৎ ভাষা সহজীকরণের প্রবণতা রয়েছে। সন্দ্বীপ, উপজেলার আঞ্চলিক ভাষার সাথে সন্নিহিত ব্রাহ্মণবাড়ীয়া, ঢাকার ভাষার অনেকটা সাযুজ্য রয়েছে। মেঘনা-গোমতী নদীর গতিপ্রকৃতিএবং লালমাই পাহাড়ের পাদদেশে সন্দ্বীপের মানুষের আচার-আচরণ, খাদ্যাভ্যাস, ভাষা, সংস্কৃতিতে ব্যাপক প্রভাব ফেলেছে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

এই এলাকার ইতিহাস পর্যালোচনায় দেখা যায় যে সন্দ্বীপের সভ্যতা বহুপ্রাচীন। এই এলাকায় প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রাচীন সভ্যতার বাহক হিসেবে দেদীপ্যমান। সাংস্কৃতিক পরিমন্ডলে সন্দ্বীপের অবদানও অনস্বীকার্য। জাতীয় কবি নজরুল, সুরসম্রাট ওস্তাদআলাউদ্দিন খান, ওস্তাদ আয়েত আলী খান, ওস্তাদ আকবর আলী খান প্রমুখ ভুবনবিখ্যাত সংগীতজ্ঞদের স্মৃতি বিজড়িত সন্দ্বীপ।

খাল ও নদীঃ

মূল উপজেলা থেকে বিচ্ছিন্ন উক্ত ইউনিয়নিটর চার পাশে মেঘনা নদী অবস্থিতি এবং ছোট ছোট অনেক খাল রয়েছে।

হাট বাজারের তালিকাঃ

১।নতুন বাজার
২।বাংলাবাজা্র
৩।জনতা বাজার
৪।রাজীব বাজার
৫।মীঞা বাজ়ার
৬।নামার বাজার সহ আরো অনেক

ইউনিয়ন পরিষদের বর্তমান পরিষদঃ

ইউপি চেয়ারম্যান
নামঃজনাব মোঃ আব্দুর রহিম
ফোনঃ০১৮৩৭৪৭৮৫৩৭
নির্বাচনী এলাকা ০১নং উড়ির চর ইউনিয়ন

ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দঃ

চেয়ারম্যানের নামঃ
জনাব তাহমিনা হক চৌধুরী (১৯৮৮ - ২০০৩ইং)

জনাব খায়রুল আলম মিয়া (২০০৩ - ২০০৭ ইং)

ইউনিয়ন পরিষদের কার্যাবলীঃ
০১-পাঁচশালা ও বিভিন্ন মেয়াদী উন্নয়ন পরিকল্পনা তৈরী।
০২-পল্লী অবকাঠামো উন্নয়ন, সংরক্ষণও রক্ষনাবেক্ষণ।
০৩-শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রম সম্পর্কিত।

০৪-স্বাস্থ,পরিবার পরিকল্পনা সম্পর্কিত কার্যক্রম বাস্তবায়ন।

০৫-কৃষি,মৎস্য ও পশু সম্পদ ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় কার্যক্রমগ্রহণ।

০৬-মহামারী নিয়ন্ত্রন ও দুর্যোগ ব্যাবস্থাপনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ।

০৭-কর,ফি, টোল, ফিস ইত্যাদি ধার্যকরণ ও আদায়।

০৮-পারিবারিক বিরোধ নিরসন,নারী ও শিশু কল্যান সম্পর্কিত প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন।

০৯-খেলাধুলা,সামাজিক উন্নতি সংস্কৃতি ইত্যাদি কার্যক্রমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন ও সহযোগিতা প্রদান।

১০-পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

১১-আইন শৃংখলা রক্ষায় সরকারের অর্পিত দায়িত্ব পালন ও প্রয়োজনীয় কাযক্রম গ্রহণ।

১২-জন্ম-মৃত্যু নিবন্ধীকরণ।

১৩-সরকারি স্থান, উন্মুক্ত জায়গা,উদ্যান ও খেলার মাঠের হেফাজত করা।

১৪-ইউনিয়ন পরিষদের রাস্তায় ও সরকারী স্থানে বাতি জ্বালানো।

১৫-বৃক্ষরোপণ ও সংরক্ষণ এবং বৃক্ষসম্পদ চুরি ও ধ্বংস প্রতিরোধ।

১৬-কবরস্থান,শ্মশান,জনসাধারণের সভার স্থান ও অন্যান্য সরকারী সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও পরিচালনা।

১৭-জনপথ,রাজপথ ও সরকারি স্থানে অনথিকার প্রবেশ রোধ এবং এইসব স্থানে উৎপাত ও তাহার কারণবন্ধ করা ।

১৮-জনপথ ও রাজপথের ক্ষতি,বিনষ্ট বা ধ্বংস প্রতিরোধ করা।

১৯-গোবর ও রাস্তার আবজর্না সংগ্রহ,অপসারণ ও ব্যাবস্থাপনা নিশ্চিত করা।

২০-অপরাধ মূলক ও বিপজ্জনক ব্যবসা নিয়ন্ত্রণ।

২১-মৃত পশুর দেহ অপসারণ ও নিয়ন্ত্রন এবং পশু জবাই নিয়ন্ত্রণ।

২২-ইউনিয়নে নতুন বাড়ী,দালান নির্মান ও পুনঃ নির্মান এবং বিপজ্জনক দালান নিয়ন্ত্রন।

২৩-কূয়া,পানি তোলার কল,জলাধার,পুকুর এবং পানি সরবরাহের অন্যান্য উৎসের ব্যবস্থাপনা ও সংরক্ষণ।

২৪-খাবার পানির উৎসের দূষণ রোধ এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সন্দেহযুক্ত কূপ,পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানের পানি ব্যবহার নিষিদ্ধ করা।

২৫-খাবার পানির জন্য সংরক্ষিত কূপ,পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে বা নিকটবর্তী স্থানে গোসল কাপড় কাচাঁ বা পশু গোসর করানো নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা।

২৬-পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে বা নিকট বর্তী ন্থানে শন , পাট বা অন্যান্য ভিজানো নিষিদ্ধ নিয়ন্ত্রণ করা।

২৭-আবাসিক এলাকার মধ্যে চামড়া রং করা বা পাকা করা নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা।

২৮-আবাসিক এলাকার মাটি খনন করিয়া পাথর বা অন্যান্য বস্তু উত্তোলন নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা।

২৯-আবাসিক এলাকায় ইট,মাটির পাত্র বা অন্যান্য ভাটি নির্মান নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা।

৩০-অগ্নি,বন্যা,শিলাবৃষ্টিসহ ঝড়, ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দূর্যোগ মোতাবিলায় প্রয়োজনীয় তৎপরতা গ্রহন ও সরকারকে সার্বক্ষনিক সহায়তা প্রদান।

৩১-বিধবা,এতিম,গরিব ও দুঃস্থ ব্যাক্তিদের তালিকা সংরক্ষন ও সাহায্য করা।

৩২-সমবায় আন্দোলন ও গ্রামীণ শিল্পের উন্নয়ন উৎসাহ প্রদান।

৩৩-বাড়তি খাদ্য উৎপাদনের ব্যবস্থা গ্রহন।

৩৪-গবাদি পশুর খোয়ার নিয়ন্ত্রন ও রক্ষনাবেক্ষণের ব্যবস্থা করা।

৩৫-প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা করা।

৩৬-ইউনিয়নের বাসিন্দাদের নিরাপত্তা,আরাম-আয়েশ বা সুযোগ সুবিধার জন্য প্রয়োজনিয় অন্যান্য ব্যবস্থা গ্রহন।

৩৭-ই-গভর্ণেন্স চালু উৎসাহিতকরণ।

৩৮-ইউনিয়ন পরিষদের মত সদৃশ কাজে নিয়োজিত অন্যান্য সংস্থার সাথে সহযোগিতা সম্প্রসারণ।

৩৯-সরকার কর্তৃক সময়ে সময়ে আরোপিত দায়িত্ববলী।

গ্রাম পুলিশঃ

মোঃ আবুল কাসেম

মোঃ ইদ্রিস

মোঃ আবু বক্কর ছিদ্দিক

মোঃ আনোয়ার হোসেন

মোঃ মোস্তফা

সফিকুল আলাম

রবিউল আলাম

মোঃদুলাল

নার্গিস বেগম

Map of Urirchar - উড়িরচর