JAGANNATH University 11th Batch

9-10, Chittaranjan Avenue, Dhaka, 1100 Dhaka ,Bangladesh
JAGANNATH University 11th Batch JAGANNATH University 11th Batch is one of the popular College & University located in 9-10, Chittaranjan Avenue ,Dhaka listed under University in Dhaka ,

Contact Details & Working Hours

More about JAGANNATH University 11th Batch

জগন্নাথ বিশ্ববিদ্যালয়:

ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি পূর্ববঙ্গের শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে কিছু সংস্কারপন্থী ঢাকায় একটি স্কুল প্রতিষ্ঠার তাগিদ অনুভব করেন। মূলত তারা এমন একটি স্কুল প্রতিষ্ঠা করতে চাচ্ছিলেন যেটা থাকবে সকল ধর্ম,বর্ণের ছাত্রদের জন্য উন্মুক্ত। সেই সময় ঢাকা ব্রাহ্ম আন্দোলনের নেতাদের প্রচেষ্টায় বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ১৮৫৮ সালে 'ব্রাহ্ম স্কুল' প্রতিষ্ঠিত হয়।পরবর্তীতে ১৮৭২ সালে ব্রাহ্ম স্কুলের ভরণপোষণ গ্রহণ করেন বালিয়াটির জমিদার কিশোরীলাল রায় চৌধুরী এবং স্কুলের নাম পরিবর্তন করে তার পিতার নামে 'জগন্নাথ স্কুল' নামকরণ করেন। ১৮৮৪ সালে এটি দ্বিতীয় শ্রেণীর কলেজ এবং ১৯০৮ সালে প্রথম শ্রেণীর কলেজে পরিণত হয়। সেসময় এটিই ছিল ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে জগন্নাথের ডিগ্রির শিক্ষার্থী, শিক্ষক, জার্নাল এবং গ্রন্থগারের ৫০ ভাগ বই দান করা হয়। নারীশিক্ষা বিস্তারের জন্য ১৯৪২ সালে সহশিক্ষা, দারিদ্র শিক্ষার্থীদের কাজের পাশাপাশি পড়াশোনার জন্য সর্বপ্রথম নৈশশিক্ষা চালু করা হয়।
ভাষা আন্দোলন, ছয়দফা আন্দোলন, বাষট্টির শিক্ষানীতি বাতিল আন্দোলন, ৬৯ এর গণভ্যুত্থান, মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন আন্দোলনে জগন্নাথের শিক্ষক-শিক্ষাথীদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
২০০৫ সালে জাতীয় সংসদে 'জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫' পাশের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়।

Map of JAGANNATH University 11th Batch